নাটোর অফিস:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার তৃতীয় নির্বাচিত পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে পৌর মিলনায়তনে পৌর মেয়র কেএম জাকির হোসেন গত তিন বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আমার পিতা শহীদ ডা. আইনুল হক মানুষকে ভালবেসে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মানুষকে ভালবাসার কারণেই তাকে নির্মমভাবে খুন হতে হয়েছে। আমিও মানুষকে ভালবেসে, মানুষকে সেবা প্রদানের মধ্য দিয়ে আমার বাকী জীবন কাটিয়ে দিতে চাই।
পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীনেন্দ্রনাথ সাহা, শিক্ষক, এনজিও, ব্যবসায়ী, পৌর কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্থানীয় ইমাম।