নাটোর অফিস॥
আর ক’দিন পর শেষ হবে মাঘ মাস। এর সাথে বিদায় নেবে শীত। কিন্তু শেষ মুহুর্তের হাড় কাঁপানো শীতে নাটোরে জুবুথুবু হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধসহ সব বয়সের মানুষ। ঘন কুয়াশা ও শৈত প্রবাহে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানাে শীতের কারনে দিনমজুরসহ নিন্ম আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যাত্রি না থাকায় রিক্সা ও ইজিবাইক চালকরা কর্মহীন হয়ে পড়ছেন। ঠান্ডায় বৃদ্ধরা নিয়মিত নামাজ আদায় করতে বা বাড়ির বাহিরে আসতে পারছেননা। কুয়াশার কারনে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।সুর্য়ের দেখা মিলছেনা ক’দিন ধরে। হিমেল হাওয়ায় কাজে যেতে পারছেনা দিনমুজুররা।ঈশ্বরদী আবাহাওয়া অফিস সুত্রে জানা যায় নাটোর সহ আশেপাশের এলাকায় শীতের সর্বনিন্ম তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।