নাটোর অফিস॥
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ শনিবার মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে মাঝে ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের শেষে প্রতিমন্ত্রী পলক নিজ নির্বাচনী এলাকা সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৬০টি পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। পলক আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর সোনা বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করে দেশকে একটি ডিজিটাল রাষ্ট্রে পরিনত করা সহ বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ ঘর নির্মাণ করে দিয়ে বাংলাদেশকে মানবতার রাষ্ট্র বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন। তার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি অসহায় মানুষের দুঃখ-দূর্দশা দূর করতে তাদের পাশে দাঁড়িয়েছি আমরা। প্রতিমন্ত্রী পলক বলেন, ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- বঙ্গবন্ধুর এ দেখানো পথে ভূমিহীন ও গৃহহীনদের সারথি হয়েছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান স্থগিত করে তিনি মানবতার সেবায় কাজ করার ঘোষণা দেন। মুজিববর্ষকে স্মরনীয় করে রাখতে বর্তমান সরকার দেশের নয় লাখ ভূমিহীন ও গৃহহীনদের জন্যে পর্যায়ক্রমে গৃহ নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করে। এ পরিকল্পনার বাস্তবায়নে পর্যায়ক্রমে তাঁরা ভূমিসহ গৃহ পাচ্ছেন।
সিংড়া উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেনঅতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগের নেতা-কর্মী ও স্থানীয় বিশিষ্টজন।