নাটোর অফিস॥
নাটোরের লালপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খননন বন্ধ করলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ওমরপুর বসন্তপুর বিলে এক্সেভেটর (ভেকু) মেসিন দিয়ে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করেন তিনি।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার দুড়দুুড়িয়া ইউপির বসন্তপুর বিলে ফসলি জমিতে অবৈধভাবে এক্সেভেটর দিয়ে পুকুর খনন করছিলো প্রভাবশালীরা। স্থানীয়রা উপজেলা চেয়ারম্যান কে অবহিত করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী স্থানীয় চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবর্গদের নিয়ে পুকুর খনন বন্ধ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী জানান,‘ সরকারী আইন অমান্য করে উপজেলার বসন্তপুর বিলে ফসলি জমিতে অপরিকল্পিত ভাবে পুকুর খনন হচ্ছিল যা আগামীদিনে আমাদের খাদ্য সংকটের কারন হয়ে দাঁড়াবে। তাই খবর পেয়ে স্থানীয় নেতৃবর্গ নিয়ে পুকুর খনন বন্ধ করা সহ এক্সেভেটর গুলিকে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য,এই বসন্তপুর বিলে অবৈধভাবে পুকুর খনন করায় এই এলাকার কয়েকটি গ্রামে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পানি জমে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন কয়েক হাজার মানুষ। এছাড়া গত বছরে এই এলাকার জমে থাকা পনিতে পরে মুন্নী নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়।