নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর এলাকার গোলাম মোস্তফা। ডাক্তারি করেন। অথচ এবিষয়ে তার কোন সার্টিফিকেট নেই। চিকিৎসা দেবারকোনো যোগ্যতা বা সনদ পত্র না থাকলেও উনি নিজেকে ডাক্তার বলেই পরিচয় দিয়ে আসছেন দির্ঘদিন ধরে। তাই নিজের নামের আগে ডাঃ ব্যবহার করে রিতীমত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। জামনগর বাজার এলাকায় গড়ে তুলেছেন শাহদৌলা ফার্মেসী নামের একটি চিকিৎসা কেন্দ্র। একই সাথে তিনি ক্ষমতাসীন দলের উপজেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ আগলে রয়েছেন। তাই ক্ষমতার দাপট রয়েছে এলাকায়। কিন্তু বিধি বাম,তাই তিনি ধরা খেলেন ভুয়া ডাক্তার হিসেবে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে এক মাসের কারাদন্ড প্রদান সহ শাহদৌলা ফার্মেসী সিলগালা করে দেন। বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যা বলেন, নামের আগে ডাঃ লাগিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করার দায়ে গোলাম মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ডাদেশ প্রদান সহ তার প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।