বড়াইগ্রামে অবৈধভাবে ক্ষতিকারক ঔষধ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৩ জনকে কারাদন্ড ও ৪ লাখ টাকা জরিমানা

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে ক্ষতিকারক ঔষধ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই নারী সহ ৩ জনকে আটক করা হয়। পরে মমতাজ পারভিন (৪৬) ও সুরাইয়া তানজিম (২৫) নামে দুই নারীকে দুই বছর করে বিনাম্রম কারাদন্ড ও ২ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদন্ড এবং খাইরুল ইসলাম (৩৭) নামে একজনকে পনর দিনের বিনাম্রম কারাদন্ডাদেশের আদেশ দেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান গ্রেফতারকৃতদের এই দন্ডাদেশ দিয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার গড়মাটি এলাকায় দিনভর অভিযান চালিয়ে ক্ষতিকারক ঔষধসহ ওই তিনজনকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত মমতাজ পারভিন উপজেলার গড়মাটি গ্রামের মোজাফ্ফর হোসেনের এবং সুরাইয়া তানজিম একই গ্রামের আবু জাফরের স্ত্রী। এছাড়া দন্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম একই উপজেলার চান্দাই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে
অভিযানের সময় মেডিকেল অফিসার, ডাঃ রাজেস কুমার সাহা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এবং ড্রাস সুপার মাখনুন তাবাসছুমসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বড়াইগ্রাম থানাধীন গড়মাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে1. Citric Acid- 150 kgs, 2. Hypo Sodium – 25 kgs, 3. Saccharin – 100 kgs, 4. Acitic Acid – 150 litres, 5. Calcium carbonate -300 kgs, 6. Caffeine (স্নায়ু উত্তেজক) -200 kgs, 7. Tri sodium – 100 kgs, 8. Glycerin – 20 litres, 9. SODA- 15 KGS, 10. Preservative colour -10 kgs, 11.Yellow harful Colour – 10 kgs, 12. Harmful Food colour -10 litres, 13. Zenicof- 2000 bottles, 14. Z-Sid- 2200 bottles, 15. Zeny pheron- 1500 bottles, 16. J paline- 700 bottles, 17. Zenita- 200 bottles, 18. Z-fod- 1300 bottles, 19. Z-vita- 700 bottles, 20. Z-10- 551 bottles, 21. Zeny means- 300 bottles, 22. Zenny Tonic-1056 bottles, 23. Z- gripade- 260 bottles, 24. Zeny Zol – 177 bottles, 25. Zeny Zyme- 277 bottles, 26. ZP-35- 437 bottles, 27. ZXY- 560 bottles, 28. Z-Cupid- 217 bottles, 29. Z-Carlosis- 350 bottles, 30. Z- Cara- 130 bottles, 31.ZH-20- 75 bottles, 32.ZCoa- 32 bottles, 33. Momtaj Hair Oil- 376 bottles. সহ অবৈধভাবে ক্ষতিকারক ঔষধ প্রস্তুুত, সংরক্ষরণ ও বিক্রয় করার অপরাধে মমতাজ পারভিন , সুরাইয়া তানজিম (২৫), , খাইরুল ইসলামকে আটক করা। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক গ্রেফতারকৃতদের দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *