লালপুর: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ও ধুপইল বাজরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রকাশ্যে এ্যালকোহল বিক্রয়ের অপরাধে ৬ জন কে আটক করেছে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল অভিযান চালিয়ে নয় হাজার চারশত একষট্টি বোতল এ্যালকোহলসহ উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মামুন (৩৫),আব্দুল লতিফের ছেলে বাবু (২০), মৃত মুকবুল হোসেনের ছেলে ফারুক (৩৭), মৃত মায়েন উদ্দিনের ছেলে আঃ রাজ্জাক (৬০), মৃত মায়েন উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৪৫) এবং ধুপইল গ্রামের মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৩০) কে হাতেনাতে আটক করা হয়।
পরে আটককৃতদের লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় ৫ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজন কে এক লক্ষ টাকা জরিমান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উপরোক্ত ৫জন আসামীকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয় এবং জব্দকৃত নয় হাজার চারশত একষট্টি বোতল এ্যালকোহল জনসম্মুখে ধ্বংশ করা হয় ।