নাটোর অফিস ॥
৪র্থ ধাপের নাটোর পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। আজ রোববার সন্ধ্যায় নির্বাচন স্থগিত করনের একটি চিঠি নাটোর জেলা নির্বাচন অফিসে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মো: আছলাম।
নির্বাচন কমিশনের বরাদ দিয়ে জেলা নির্বাচন অফিসার মো: আছলাম জানান, নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি আদেশ হাতে পেয়েছি। নির্বাচন কমিশনের ওই চিঠিতে নাটোর পৌর এলাকা নিয়ে হাইকোর্ট বিভাগে রিটপিটিশন এবং স্থানীয় সরকার বিভাগে অপর আরো একটি আবেদন নিষ্পিতি না হওয়া পর্যন্ত নাটোর পৌরসভার নির্বাচন স্থগিতাদেশ দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য ৪র্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী নাটোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। আজ রোববার (১৭ জানুয়ারী) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য থাকায় তিন মেয়র প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বি সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করার পর প্রচারনায় নেমে পড়েন। মনোনয়নপত্র যাচাইবাছাই হওয়ার দিন ধার্য করা হয় ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি।