নাটোর অফিস॥
নাটোরে স্বপ্নকলি স্কুলের কোমলমতি শিশুদের সাথে নিয়ে দৈনিক কালের কন্ঠ পত্রিকার একযুগ পুর্তি উৎসব পালন করা হয়। এ উপলক্ষে কালের কন্ঠ পত্রিকার পাঠক সংগঠন শুভ সংঘ স্কুলের শিক্ষার্থী শিশুদের ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। রোববার দুপুরে নাটোর রেলওয়ে স্টেশন সংলগ্ন স্বপ্নকলি স্কুলে কেক কেটে কালের কন্ঠের ১২ বছর পুর্তি উৎসবের সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এক যুগ পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু, সহ সভাপতি গোলাম মোস্তফা , সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার রিপোর্টার জুলকিার হায়দার জোসেফ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠ পত্রিকার নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা। শুভসংঘ নাটোর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সুস্ময় দাস তনয়। বক্তারা কালের কন্ঠের সাফল্য ও অগ্রগতি কামনা করেন।
আলোচনা শেষে প্রধান ও বিশেষ অতিথি প্রতিযোগীতার বিজয়ী পথ শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে করোনা প্রতিরোধে উপস্থিত অভিভাব নারী -পুরুষ ও স্বপ্নকলি স্কুলের কোমলমতি শিশুদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।