নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনসহ রঙ্গিন পোষ্টার অপসারনে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রার্থীদের প্রথম বারের মত সর্তক করে দেওয়া হয়েছে। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন পৌর সভার বিভিন্ন ওর্য়াডের মহল্লায় মহল্লায় ও সড়কসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি দেওয়ালে সাটানো প্রার্থীদের বিপুল পরিমান রঙ্গিন পোষ্টার অপসারন করেন। পরে প্রার্থীদের সর্তক করে দিয়ে নিজ দায়িত্বে সকল প্রকার পোষ্টার, ফেষ্টুনসহ আচরন বর্হিভুত বিভিন্ন নির্বাচনী প্রচারনা কাজে ব্যবহৃত সকল উপকরন অপসারনের নির্দেশ দেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন এতথ্য নিশ্চিত করে জানান,আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল রঙ্গিন পোষ্টার অপসারন না করলে পৌর নির্বাচন সংক্রান্ত আচরনবিধি অনুসারে অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আগামি ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠানের পুর্ব পর্যন্ত আচরণ বিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।