নাটোর অফিস ॥
নাটোরের গুরুদাসপুরে ঘোষিত ১৬ জানুয়ারী পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শাহনেওয়াজ আলীর প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ও মেয়র প্রার্থী আতিয়ার রহমান বাধন। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র প্রার্থী শাহনেওয়াজের পক্ষে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন ছাত্রলীগ নেতা আতিয়ার রহমান বাধন। গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় শিক্ষা সংঘ পাঠাগারে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাঁধন বলেন,দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি সমর্থন জানিয়ে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন। দল যাকে যোগ্য মনে করেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন। এটি দলয়ি নেত্রী প্রধানমন্ত্রী মেখ হাসিনার সিদ্ধান্ত। “শেখ হাসিনার সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করি। তার প্রতি সম্মান ও দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,গুরুদাসপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মো.বাহার মল্লিক,বিশিষ্ট ব্যবসায়ী দুলু সরকার, এ্যাডভেকেট শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।