নাটোর অফিস॥
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বনপাড়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ একরামুল আলমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সন্ধায় বনপাড়া পৌর বিএনপির কার্যালয়ে পৌর ও উপজেলা বিএনপিসহ সকল সহযোগি সংগঠন এর আয়োজন করে। পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপি নেতা সরদার রফিকুল ইসলাম, আব্দুল আলীম, মফিজ মৃধা, রেজাউল করিম, সাজদার রহমান, আব্দুস সালাম, আশরাফ আলী, আতিকুর রহমান মৃধা, আতিকুর রহমান বেলাল প্রমুখ।