নাটোর অফিস॥
পৌষের কনকনে শীত উপেক্ষা করে নাটোরের ডাঙ্গাপাড়া গ্রামে বসেছিল পালাগানের আসর। সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বাউল ভক্ত জমির উদ্দিনের বাড়ির উঠোনে আত্নশুদ্ধির পাশাপাশি দেশীয় সংস্কিৃতির লালন, চর্চা ও বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই ভাববৈঠকি পালা গানের আসর। সাংবাদিক ও উপস্থাপক মেহেদী হাসান বাবুর উপস্থাপনায় শুরুতেই বাদ্যযন্ত্রে দেশীয় গানের সুরের ঝংকার তুলে অনুষ্ঠানের সূচনা করেন বাদকরা। ব্যক্তি উদ্দোগে আয়োজিত এই পালা গাসের আসর চলে সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত। দর্শক শ্রোতাদের ভোররাত পর্যন্ত গানে মাতিয়ে রাখেন বাউলরা।
জমির উদ্দিন প্রধান বলেন,তিনি নিজ উদ্দেগে গত ২৮ বছর ধরে আয়োজন করে থাকেন এই পালা গানের আসর। মানুষের পারস্পরিক সম্প্রীপ্তির জন্য বাউল গানের প্রয়োজন বলে মনে করেন তিনি। পৌষের কনকনে শীত উপেক্ষা করে এবারের এই আত্মশুদ্ধির অনন্য ভাববৈঠকি পালাগান আসরে ডাঙ্গাপাড়াসহ আশে পাশের প্রায় ৩০ গ্রামের বাউল ভক্ত মানুষ এই আসরে যোগদান করেন। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের গানের মধ্যে আত্মনিয়োগ করেন বাউল শিল্পী আর ভক্তরা।