নাটোর অফিস॥
নাটোরো বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় খ্রীষ্টসম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব “বড় দিন” যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে পৌরসভাস্থ খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সোমবার পৌর মিলনায়তনে পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ, সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ, বনপাড়া খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নের সভাপতি সুব্রত রোজারিও, সাধারণ সম্পাদক শিল্পী ক্রশ, সমাজ সেবক পদ্মিনী কস্তা, সমাজসেবক গ্রাব্রিয়াল কস্তা, পৌর কাউন্সিলর আতাউর রহমান, মোহিত কুমার সরকার, শরীফুন্নেসা শিরিন প্রমুখ। সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।