নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের ইছাতুল্লাহ হাফেজিয়া মাদ্রাসার ৩৫ জন এতিম শিশুসহ অর্ধশতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমানের ব্যাক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল ইসলাম লোবান, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ ইমরুল হোসেন রুবেল, মাদ্রাসার সভাপতি সেকেন্দার আলী জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক মোঃ খাত্তাব আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমান জানান, পুরো শীত মৌসুমে তার ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে অসহায় ও দুস্থ্য মানুষকে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরন করা হবে। তিনি বলেন, শীতে যাতে কোন মানুষ কষ্ট না পায় সেজন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে।