নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুর পৌর মেয়র পদে তৃতীয়বার নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা। তিনি গত ১৭ বছর যাবৎ উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক।
অপরদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট আজমল হক বুলবুল। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
শুক্রবার দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রাতে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীতা ঘোষণার পর গুরুদাসপুর পৌর এলাকার শাহনেওয়াজ সমর্থক এবং তার অনুসারী দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়। রাত ৯টায় নৌকার সমর্থনে শাহনেওয়াজ সমর্থকরা মিছিল বের করেন।
অপরদিকে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যম মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় মনোনয় পেয়ে মেয়র শাহনেওয়াজ আলী এবং পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,ত্যাগী নেতার মুল্যায়ন করেছে দল। তারা নেতা-কর্মিদের শান্ত থাকার আহবান জানান।
অপরদিকে এ্যাডভোকেট আজমল হক বুলবুল বলেন, এবার প্রথম নির্বাচনে অংশ গ্রহণ করছি। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় হবে নিশ্চিত।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের নির্বাচনে গুরুদাসপুর পৌরসভায় ভোট গ্রহণ ১৬ জানুয়ারী।