নাটোর অফিস ॥
নাটোরে খেজুর রসে চিনি মিশিয়ে গুড় তৈরি করার অভিযোগে মনোয়ার হোসেন (৪০), কাজেম উদ্দিন (৪০), জালাল উদ্দীন (৪০) ও রকিবুল হাসান (২৪) নামে চার গাছিকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি রনি খাতুন তাদের কারাদন্ড দিয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের কৈগাড়ি গ্রামে এই চারজনকে কারাদন্ড দেয়া হয়। দন্ডিত সকলের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি রনি খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল ফোনে প্রাপ্ত তত্যের ভিত্তিতে শনিবার কৈগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই চারজন গাছি স্থানীয় লোকজনের কাছে থেকে খেজুর রস সংগ্রহ করে। ওই রসের মধ্যে চিনি মিশিয়ে গুড় তৈরি করছিল। এসময় তাদের আটক করা হলে তারা দোষ স্বীকার করলে তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি নেয়া হয়। পরে ভোক্তা াধিকার আইনের ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।