নাটোর অফিস ॥
সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস আমৃত্যু মানুষের সেবা করতে চান বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি পৌরবাসীর একজন বেতনভূক্ত সামান্য কর্মচারী হয়ে বিগত দিনের বন্যা-করোনায় সাধ্য মতো সেবা করার চেষ্টা করেছি। কখনও পরিবার-পরিজন ও আতœীয়-স্বজনদের কথা ভাবিনি। তাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন অনিয়ম-দুর্নীতি করিনি। আর যতক্ষণ দেহে প্রাণ রয়েছে মানুষের সেবা করে যেতে চাই। মঙ্গলবার রাতে সিংড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ড আ’লীগ আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় বর্তমান মেয়র ফেরদৌস এসব কথা বলেন। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য তিনি করজোরে সকলের কাছে ক্ষমা চান।
সভায় ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন পৌর আ’লীগের দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, আ’লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার আখি, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সরফরাজ নেওয়াজ বাবুু, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমূখ।