নাটোর অফিস ॥
কানাডায় অবস্থানরত নাটোর- ২ ( সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, দেশের মধ্যে বিশংখলাকারী সাম্প্রদায়িক অপশক্তি যত শক্তিশালীই হোক নাটোরে তাদের কোন স্থান হবেনা। যারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়,সেই সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে যারা অস্বীকার করে তাদের সাথে কোন আপোষ নাই।
আজ বুধবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতয়ি সমৃদ্ধি অর্জন শীর্ষক ভার্চুয়াল (ইন্টানেট) আলোচনা সভায় এমপি শিমুল এসব কথা বলেন। কানাডার সময় রাত্রি ১ টার দিকে এমপি শিমুল এই ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী, এডিএম রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান,পৌর মেয়র উমা চৌধুরী জলি,সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার,জজকোর্টর পিপি সিরাজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু,সাংগঠনিক সম্পাদক ও জেলা বারের সাধারন সম্পাদক মালেক শেখ, শিক্ষাবিদ প্রফেসর অলোক মৈত্র প্রমুখ।
পরে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।