নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবসে অনলাইন সেমিনার

নাটোর অফিস॥
“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্য নিয়ে ডিজিটাল বাংলাদেশ ২০২০ দিবসে নাটোরে অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রমাসক মোঃ শাহরিয়াজ পিএএ। এসময় অন্যান্যের মধ্যে সেমিনারে উপস্থিত এবং অনলাইন প্লাটফর্মে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার রমজান আকন্দ সহ এনএসআইয়ের উপপরিচালক, অনলাইন প্লাটফর্মে সংযুক্ত ছিলেন সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, এনএস সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, আইটি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং সাংবাদিকবৃন্দ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (আইসিটি), শরীফ শাওন।

 

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *